প্রকাশিত: Thu, Jan 19, 2023 3:48 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:24 PM

গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষায় রাস্তায় নেমেছে মানুষ: মির্জা ফখরুল

মাজহারুল ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গগণতন্ত্রের প্রবক্তা। 

মির্জা ফখরুল বলেন, সমগ্র জাতি আজ অন্ধকারে নিমজ্জিত। তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে রক্ষার সংগ্রামে মানুষ রাস্তায় নেমেছে। তারা আজ জেগে উঠেছে। তাই অতিদ্রুত সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

মির্জা ফখরুল আরো বলেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ। তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে নিজে নেতৃত্ব দিয়েছেন। ৭ নভেম্বরও তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছিলেন। হতাশাগ্রস্ত জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দেয়ায় বাংলাদেশের মানুষ নতুনভাবে উজ্জীবীত হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তিনি মুক্তবাজার অর্থনীতি উপহার দিয়েছেন। আজকে আধুনিক বাংলাদেশের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন জিয়াউর রহমান। তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশকে উন্নতি ও অগ্রগতির দিকে নিয়ে যেতে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, তাকে আমরা বেশিদিন পাইনি।

জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব